কুষ্টিয়ায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৭ জুন ২০২০

কুষ্টিয়ায় এপি লিমিটেড নামে একটি নকল হোমিও ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে শহরের বাবর আলী গেট এলাকার ওই কারখানায় অভিযান চালানো হয়।

তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নকল হোমিও ওষুধ তৈরি ও বাজারজাত করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালান কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান। সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ কারখানা মালিক তোহিদুল ইসলামকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তোহিদুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান বলেন, ওষুধ তৈরির ব্যাপারে তোহিদুল ইসলামের কোনো কাগজপত্র নেই। নকল ওষুধ তৈরি ও বাজারজাত করে দীর্ঘদিন লোক ঠকিয়ে আসছেন তিনি।

আল-মামুন সাগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।