২৬টি ডিমসহ উদ্ধার হলো জোড়া গোখরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২০ জুন ২০২০

কুষ্টিয়ায় ২৬টি ডিমসহ দুটি গোখরা সাপ উদ্ধার করেছে সাপুড়েরা। শনিবার দুপুর ১২টার দিকে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতপাড়া গ্রামের জসিম উদ্দিন মাস্টারের বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে ২টি গোখড়া সাপ ও ২৬টি ডিম উদ্ধার করা হয়।

জসিম উদ্দিন মাস্টার যুদবয়রা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি জানান, শুক্রবার রাতে বাড়ির উঠানে একটি সাপ দেখে সাপুড়েদের খবর দেয়া হয়। খবর পেয়ে শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় সাপুড়ে আলামিন রান্না ঘরের মেঝের ইট সরিয়ে মেঝে খুঁড়ে দুইটি গোখরা সাপ ও ২৬টি ডিম উদ্ধার করেন।

সাপুড়ে আলামিন জানান, এক মাসের মধ্যেই ডিম থেকে সাপের বাচ্চা ফোটার সম্ভাবনা ছিল।

এদিকে ২৬টি ডিমসহ দুইটি গোখরা সাপ উদ্ধারের ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিনের বাড়িতে ভিড় জমান।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।