পাহাড় থেকে ভাল্লুকের বাচ্চা উদ্ধার করল আশ্রমের শিশুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৪ জুন ২০২০

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ইয়াংছা এলাকায় কুকুরের আক্রমণ থেকে ভাল্লুকের একটি বাচ্চাকে উদ্ধার করেছে অনাথ আশ্রমের ছাত্ররা। মঙ্গলবার রাত ১০টার দিকে লামা উপজেলার জিনামেজু আশ্রমের পাশের গহীন বন থেকে ভাল্লুকের বাচ্চাটিকে উদ্ধার করা হয়।

আশ্রমের ছাত্ররা জানায়, রাতে আশ্রমের পাশে গোসল করার সময় কুকুরের চেচামেচির আওয়াজ শুনে পাহাড়ে যায় তারা। এসময় তারা দেখে একটি গাছের উপরে ভাল্লুকের বাচ্চাটি ও গাছের নিচে কুকুরগুলো দাঁড়িয়ে আছে। পরে উদ্ধার করে ভাল্লুকের বাচ্চাটিকে আশ্রমে নিয়ে আসা হয়।

জিনামেজু আশ্রমের অধ্যক্ষ নন্দমালা থের বলেন, রাতে আশ্রমের পাশের বন থেকে ছাত্ররা বাচ্চাটিকে উদ্ধার করে। বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভাল্লুকের বাচ্চাটিকে দুধসহ বিভিন্ন খাবার দেয়া হচ্ছে। বাচ্চাটি সুস্থ আছে। এটি আমাদের সবার সঙ্গে খেলাধুলাও করছে।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।