দিনাজপুরে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৫ জুলাই ২০২০
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণ করেছে ১২ বছরের এক কিশোর। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি ও অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শিশুটিকে ডেকে নিয়ে গোয়ালঘরে ধর্ষণ করে প্রতিবেশী কিশোর। শিশুর চিৎকারে মা ও দাদিসহ প্রতিবেশীরা ছুটে আসেন। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন তারা।

অসুস্থ অবস্থায় শিশুটিকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে পাঠানো হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসমাইল হোসেন ওই কিশোরকে যশোর জেলার কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।