হাজার ছাড়িয়েছে দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৬ জুলাই ২০২০
প্রতীকী ছবি

দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জনসহ মোট ১০৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ২১ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩২ জন। সিভিল সার্জনের তত্ত্বাবধানে দিনাজপুর জেলায় প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে আছেন ৪০৫ জন ও হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন করোনা রোগী।

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাড়ছে মৃত্যুও। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, গার্মেন্টস কর্মী, ইমামসহ ২১ জন মারা গেছেন। এদের মধ্যে সদরে ৫ জন, চিরিরবন্দরে ৪ জন, বীরগঞ্জে ২ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ২ জন, নবাবগঞ্জে ২ জন, বিরামপুরে ১ জন, কাহারোরে ১ জন, খানসামায় ১ জন ও পার্বতীপুরে ১ জন মারা গেছেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে ১৫ জুলাই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬৩৪ জনের, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫১৯ জনের।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।