করোনায় দৈনিক জাহানের সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান'র সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন মারা গেছেন।
সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সহকারী পরিচালক জাকিউল ইসলাম বলেন, বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ডেডিকেটেড কোভিড হাসপাতালে তিনি মারা যান।
এর আগে গত ২৬ জুন স্ট্রোকজনিত কারণে প্রথমে তাকে সিবিএমসিবির আইসিইউতে এবং চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বারের মতো স্ট্রোক হলে গত ১৮ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পরে ১৯ জুলাই তার করোনা পজিটিভ হলে তাকে মমেকের ডেডিকেটেড কোভিড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল বলে জানা গেছে।
অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সংবাদপত্র জগতের পথিকৃৎ ও বহুল প্রচারিত দৈনিক জাহানের প্রয়াত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান শেখের সহধর্মিণী। স্বামীর মৃত্যুর পর তিনিই পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে ময়মনসিংহ প্রেস ক্লাব গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।
এমএএস/পিআর