মাছ ধরতে গিয়ে বিলে ডুবে মরলো শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ৩০ জুলাই ২০২০
ফাইল ছবি

মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে সাজেদুল ইসলাম সৌরভ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ির পশ্চিম গবামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজেদুল ইসলাম সৌরভ মানিকছড়ির পশ্চিম গবামারা এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে ও গচ্ছাবিল জমিরিয়া তালিমুল কোরআন মাদরাসা ও হেফজ খানার ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে বাড়ির অদূরে বিলে মাছ ধরতে যায় শিশু সাজেদুল ইসলাম সৌরভ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সৌরভ বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা বিলের ডোবার পানিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, স্থানীয় শিশুদের সঙ্গে বিলে মাছ ধরতে গিয়ে বিলের ডোবায় পড়ে মারা যায় মাদরাসা ছাত্র সাজেদুল ইসলাম সৌরভ।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।