১৯ জেলেকে নিয়ে ডুবে গেল ট্রলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৬ আগস্ট ২০২০
ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৮ জন মাঝিমাল্লারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বুড়িরচর ইউনিয়নের ধানারদোল ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মাইন উদ্দিন (৩৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. নুরুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জন জেলে ট্রলারটি নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। পরে বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়া থাকায় ট্রলারটি ঘাটে ফিরে আসার পথে ডুবে গেলে ট্রলারের ইঞ্জিন রুমে আটকা পড়ে এক জেলের মৃত্যু হয়।

গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার মধ্যেও জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বেশ কিছু ট্রলারডুবির ঘটনা ঘটলেও সবাই উদ্ধার হয়েছেন।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।