কারখানা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়কে শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১১ আগস্ট ২০২০

গাজীপুরে একটি পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ওই কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর বোর্ড বাজার সংলগ্ন সাইনবোর্ড এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সাইনবোর্ড এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামের কারখানাটি শ্রীপুরে সরিয়ে নেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানার সামনে টাঙানো নোটিশ দেখে বিষয়টি জানতে পারেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কাখানার সামনে বিক্ষোভ করতে থাকেন।

gazipur

এক পর্যায়ে বেলা ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ব্যান্ডো ফ্যাশন লিমিটেড কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। কারখানাটি শ্রীপুরে স্থানান্তরিত করা হয়েছে। তবে যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী, তারা সেখানে কাজে যোগ দিতে পারবেন। আর অন্য শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।