বিআরডিবির ১৫ লাখ টাকা নিয়ে মাঠকর্মী উধাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৯ আগস্ট ২০২০
অভিযুক্ত গোলাম রব্বানী

বগুড়ার কাহালুতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় পরিচালিত সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির (সদাবিক) মাঠ সহকারী গোলাম রব্বানী ১০ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, মাঠ সহকারী গোলাম রব্বানী মোটরসাইকেল নিয়ে গত ৯ আগস্ট বাড়ি থেকে অফিসে যান। তারপর আর বাড়ি ফেরেননি।

বিভিন্ন সমিতির সদস্য ও তার অফিসের লোকজনের দাবি, সদস্যদের কাছ থেকে কিস্তি তুলে অফিসে জমা না দিয়ে প্রায় ১৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন গোলাম রব্বানী। এ নিয়ে গত মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদুল ইসলাম কাহালু থানায় একটি জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গোলাম রব্বানী সদাবিক কর্মসূচির ঋণ আদায়ের আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন।

এদিকে ওই মাঠকর্মী নিখোঁজ হওয়ার পরপরই তার বাবা একই অফিসের অফিস সহকারী গোলাম ছরোয়ার ছেলে নিখোঁজ হয়েছে মর্মে গত ১০ আগস্ট থানায় একটি জিডি করেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, মাঠ সহকারী গোলাম রব্বানী নিখোঁজের ঘটনায় থানায় দুটি জিডি করা হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।