স্ত্রীকে কুপিয়ে মেরে ফেললেন স্বামী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী। এ ঘটনায় নজির হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতের খাবার শেষে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনেই ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হোসেন দা দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন নজির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী নজির হোসেনকে রাতেই আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরএআর/এমএস