অবৈধভাবে ঘর তুলতে বাধা দেয়ায় হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:২৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

কুড়িগ্রামের উলিপুরে রেলওয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে ঘর তোলার প্রতিবাদ করায় সশস্ত্র হামলায় দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উলিপুরের খামার ঢেঁকিয়ারাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নেয়া মো. বদিউজ্জামান সরকার এবং তার ভাতিজা হোসেন আলী। তারা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় উলিপুর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন- মো. লতিফ, আশরাফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, নুরুজ্জামান, খবির উদ্দীনসহ আরও কয়েকজন।

উলিপুর থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছি।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।