সিলেটে কমছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে শনাক্ত ৪৮
সিলেট বিভাগে ধীরে ধীরে কমছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এক সপ্তাহ আগেও গড়ে প্রতিদিন ১০০ করোনা রোগী শনাক্ত হলেও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেটের সাতজন, সুনামগঞ্জের একজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল বলেন, বৃহস্পতিবার শাবিপ্রবির ল্যাবে নতুন করে আক্রান্ত ৩৯ জনের মধ্যে সিলেটের ২৬ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের তিনজন এবং মৌলভীবাজারের একজন রোগী রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ২১৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় ছয় হাজার ৫৬৯ জন, সুনামগঞ্জে দুই হাজার ২৮৮ জন, হবিগঞ্জে এক হাজার ৭০০ জন ও মৌলভীবাজারে এক হাজার ৬৫৭ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৯ জন। এদের মধ্যে সিলেট জেলায় ১৫২ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২১ জন।
এছাড়া বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ৯ হাজার ৬৩৭ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় চার হাজার ৯৮৩, সুনামগঞ্জে এক হাজার ৯৬৪ জন, হবিগঞ্জে এক হাজার ২৪৭ জন ও মৌলভীবাজারে এক হাজার ৪৪৩ জন।
ছামির মাহমুদ/বিএ