বাল্যবিয়ে করায় বরের কারাদণ্ড, বাবার জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:০২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের দায়ে বর মো. ইসরাফিল ইসলামকে (২১) তিন মাসের কারাদণ্ড ও তার বাবা শহিদুল ইসলামকে (৪০) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হামলাইকোল এলাকায় এই অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।

তিনি জানান, বাল্যবিয়ের খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হামলাইকোল মহল্লায় মো. শহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

বাল্যবিয়ের সত্যতা পাওয়া গেলে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারা অনুযায়ী বরকে তিন মাস কারাদণ্ড ও তার বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রেজাউল করিম রেজা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।