হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী তিন ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের কষ্ট দেখে রাজারহাট উপজেলার মোক্তারপাড়া গ্রামের শহিদুল ইসলামের তিন সন্তানকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তাদের হুইল চেয়ার প্রদান করা হয়।

প্রতিবন্ধী তিন ভাই হলো- মুর্শিদুল ইসলাম (১৫), মামুন ইসলাম (১১) ও মাহিন বাবু (২)।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা ডা. মো. আরিফুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও সাংবাদিক ইউনুস আলী প্রমুখ।

তিন প্রতিবন্ধীর বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আমি রিকশা চালিয়ে সংসারের ব্যয় বহন করে আসছি। হুইল চেয়ার কেনার মতো সামর্থ্য নেই। অনেকে হুইল চেয়ার দেয়ার কথা বলে কিন্তু দেয় না। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা হুইল চেয়ার দেয়ায় আমরা খুবই খুশি।’

কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা মো. আরিফুর ইসলাম জানান, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চিকিৎসাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের মহাপরিচালকের নির্দেশে এ তিন প্রতিবন্ধী ভাইকে হুইল চেয়ার দেয়া হলো।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।