শরীয়তপু‌রে পাব‌লিক টয়‌লে‌ট থেকে ৫৫টি কক‌টেল উদ্ধার, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০

শরীয়তপু‌রের জা‌জিরা উপ‌জেলার বিলাশপুর বাজারের পাব‌লিক টয়‌লেট থে‌কে ৫৫‌টি তাঁজা কক‌টেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এর আ‌গে দুই যুবক‌কে আটক করা হয়। সোমবার (২৮ সে‌প্টেম্বর) সন্ধ‌্যা ৬টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

আটকরা হ‌লেন-রা‌সেল মাদবর (২৪), উপ‌জেলার মে‌হেরআলী মাদবরকা‌ন্দি গ্রা‌মের আব্দুল খা‌লেক মাদব‌রের ছে‌লে ও দেবু খাঁ (৩৩) জানখারকা‌ন্দি‌ গ্রা‌মের ম‌ফিজ খাঁর ছে‌লে।

শরীয়তপুর ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সাইফুল আলম ব‌লেন, ন‌ড়িয়া সা‌র্কেলের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার এসএম মিজানুর রহমানের নেতৃত্বে জা‌জিরা বিলাশপু‌র এলাকা থে‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রা‌সেল মাদবর ও দেবু খাঁ‌ না‌মে দুই যুবক‌কে আটক ক‌রি।

প‌রে তাদের জিজ্ঞাসাবাদে তারা তথ‌্য দেয় যে, বিলাশপুর ইউ‌নিয়‌নের বিলাশপুর বাজা‌রের পাব‌লিক টয়‌লে‌টে কক‌লেট লুকা‌নো আ‌ছে। প‌রে তা‌দের তথ‌্যম‌তে সেখান থে‌কে চার‌টি বাল‌তি‌ থে‌কে ৫৫‌টি তাঁজা কক‌লেট উদ্ধার ক‌রি।

এ সময় জা‌জিরা থানার এসআই আ‌তিয়ার রহমান, ডি‌বির এসআই নজরুল, আলাউ‌দ্দিন, মস‌ল উ‌‌দ্দিনসহ পু‌লি‌শের এক‌টি দল উপ‌স্থিত ছি‌লেন। আটক‌দেরসহ বেশ ক‌য়েকজ‌নের বিরু‌দ্ধে ডি‌বির এসআই নজরুল বাদী হ‌য়ে জা‌জিরা থানায় মামলা কর‌বে।

এর আগে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামে একটি পরিত্যক্ত ঘরে প্রায় ১০টি ককটেল বিস্ফোরণ হয়।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামের মৃত সালাউদ্দিন ছৈয়ালের ছেলে কামাল ছৈয়ালের একটি পরিত্যক্ত ঘরে শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

পরে এলাকার লোকজন এসে দেখেন ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় পাশের সুমন মোল্লার পাকা ভবনের ব‌্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা নড়িয়া থানা পুলিশকে খবর দেয়।

মো. ছ‌গির হো‌সেন/শরীয়তপুর প্রতি‌নি‌ধি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।