তর্কাতর্কির সময় বড় ভাইকে কুপিয়ে হত্যা ছোট ভাইয়ের
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে ছোট ভাই তানভীর ইসলামের (১৮) সঙ্গে তর্কাতর্কি হয় কামরুল ইসলামের (২৫)। একপর্যায়ে তানভীর দা দিয়ে বড় ভাই কামরুলকে আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বিয়ানীবাজার থানা পুলিশ নিহত কামরুলের মরদেহ উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তানভীর পলাতক রয়েছেন।
বিয়ানীবাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডে জড়িত তানভীর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।
ছামির মাহমুদ/এএম/পিআর