ফতুল্লায় মায়ের সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৪৯ এএম, ২৮ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে তামান্না নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সংবাদ পেয়ে নিহত কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত তামান্না ফতুল্লার পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকার আফজাল হোসেনের মেয়ে। সে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

তামান্নার বাবা আফজাল হোসেন জানান, মেয়েটি খুব জেদী ছিল। নিজের মনগড়া কাজ করত। তাকে কিছুই বলা যায় না। তাদের নতুন বাড়ি নির্মাণ করার পর সেই বাড়িতে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে উঠেছিল।

মঙ্গলবার বিকেলে তামান্না তার মায়ের সঙ্গে ঘর গোছানো নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে তামান্না অভিমান করে। আর রাতে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তার মা দেখেন ফ্যানের সঙ্গে শাড়ি কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এরপর আশপাশের লোকজনদের নিয়ে দরজা ভেঙে তামান্নার নিথর দেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তামান্নার বাবার একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।