রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:০৩ পিএম, ৩০ অক্টোবর ২০২০
ফাইল ছবি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বোয়ালিয়া ও বাংলাদেশহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানা পুলিশের এসআই শিপন মিয়া বলেন, কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় থেকে একটু এগিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই শিপন।

রুবেলুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।