শীতলক্ষ্যায় নৌকা ডুবে দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বন্দর স্কুল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাজধানীর একটি হাসপাতালে নৌকাডুবিতে আহত আরেকজনের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনার দুদিন পর বন্দর স্কুল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আবু হানিফ (৩৮) নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খলিলুর রহমান নামের এক ব্যক্তি মারা গেছেন। নৌকাডুবির পর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শীতলক্ষ্যা নদী পারাপারের সময়ে একটি যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয় একটি বালুবাহী বাল্কহেড। এতে নৌকাটি ডুবে যায়।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম