৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০২ নভেম্বর ২০২০

দীর্ঘ চার ঘণ্টা পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকালে ডিএমপির চেকপোস্ট বসানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।

সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় চেকপোস্ট বসানোর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে জালকুড়ি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। দুপুর ২টার পর চেকপোস্ট সড়িয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, চেকপোস্ট বসানোর ফলে যানজটের সূত্রপাত হয়েছিল। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এস কে শাওন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।