ট্রেনে কাটা পড়লেন রঙমিস্ত্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:১১ পিএম, ০৮ নভেম্বর ২০২০
ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুজাত আলী (৪৫) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বহরপুর ইউনিয়নের চরফরিদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজাত আলী বহরপুরের গাংচর পদমদী গ্রামের অমেত আলীর ছেলে।

বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সুজাতসহ ছয়জন দূরে বাই সাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বহরপুর ইউনিয়নের চরফরিদপুর রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান সুজাত।

তিনি কানে একটু কম শুনতেন এবং কথা স্পষ্ট করে বলতে পারতেন না। হয়তো কানে কম শুনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সুজাত পেশায় একজন রঙমিস্ত্রি ছিলেন।

রুবেলুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।