রাজবাড়ীতে বেশি দামে আলু বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
আলুর দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়ার দায়ে রাজবাড়ী জেলা শহরের বড় বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের কাঁচা বাজারের রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক ভ্রাম্যমাণ অভিযানে ওই তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক ও সদর থানা পুলিশের এসআই মাহবুবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, আলুর দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়ার দায়ে সাব্বির ট্রেডার্সকে পাঁচ হাজার, মেসার্স মোক্তার ট্রেডার্সকে পাঁচ হাজার ও মেসার্স পবিত্র টেডার্সকে পাঁচ হাজারসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। আলুর পাইকারি মূল্য প্রতিকেজি ৩০ টাকা ও খুচরা মূল্য ৩৫ টাকা বিক্রির জন্য প্রচার করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এএম/পিআর