মৌলভীবাজারে ২২টি পাখি ও একটি মেছোবাঘ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১০ নভেম্বর ২০২০

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ টি পাখি এবং একটি মেছোবাঘ উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কনকপুর এবং নাজিরাবাদ ইউনিয়ন থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই পাখিগুলোকে অবমুক্ত করা হয়। মেছোবাঘটি হস্তান্তর করা হয়েছে বন বিভাগের কাছে।

এ বিষয়ে ইউএনও শরিফুল ইসলাম বলেন, ‘কনকপুর এলাকার বিভিন্ন বাড়িতে খাওয়া বা বিক্রির জন্য পাখি রাখা হয়েছে এ খবরের সূত্রে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি বাড়ি থেকে ২২টি ডাহুক, বক, শালিক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছি।’

jagonews24

এরপর নাজিরাবাদ ইউনিয়নের একটি হাঁসের খামারে বন্দি অবস্থায় থাকা একটি মেছোবাঘ উদ্ধার করে বন বিভাগের কাছে দিয়েছি। তারা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করবে।

মেছোবাঘটি উপযুক্ত পরির্চযা করে বনে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি সূত্র।

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।