রাজবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১০ নভেম্বর ২০২০

রাজবাড়ীতে ১০ কেজি গাঁজা, ২৪০ বোতল ফেনসিডিল ও নগদ ২০ হাজার ৬৮৫ টাকাসহ আলেক শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বালিয়াকান্দিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার আলেক শেখ উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের মজিবর শেখের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফায়জুর খান ও এসআই জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় জামালপুরের আলেক শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় ১০ কেজি গাঁজা, ২৪০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৬৮৫ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।