কক্সবাজারে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, কর্মকর্তাসহ ২৪ জনকে তলব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১১ নভেম্বর ২০২০

কক্সবাজারে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ২৪ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রকল্পের জমি অধিগ্রহণে সিন্ডিকেটের মাধ্যমে কোটি টাকা হাতানোয় জড়িত সন্দেহে তাদের তলব করেছে দুদক।

দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ সূত্রে জানা গেছে, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ১৯ জনকে ১৫-২২ নভেম্বরের মধ্যে স্বশরীরে হাজির হতে নোটিশ দেয়া হয়েছে। একই অভিযোগে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে আরও পাঁচ কর্মকর্তাকে চট্টগ্রাম দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

তলবের তালিকায় থাকা ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলও) রেজাউল করিম, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এএলও) মোশাররফ হোসেন, বিজয় কুমার সিংহ, কানুনগো আব্দুল খালেক, আব্দুর রহমান, বসন্ত কুমার চাকমা, সার্ভেয়ার রাসেল মাহমুদ মজুমদার, কবির আহমেদ, কেশব লাল দে, পরিমল চন্দ্র দাস, সাইফুল ইসলাম পাটোয়ারী, মিশুক চাকমা, আতাউল হক, পিকলু দাস, তহশিলদার জয়নাল, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী এহসান কুতুবী আবুল হাশেম, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও কক্সবাজার পৌরসভার সচিব রাসেল চৌধুরী।

এছাড়া কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, কানুনগো, নুরুল ইসলাম, সার্ভেয়ার মো. জিয়াউর রহমান, আশরাফুজ্জামান ও সাবেক কানুনগো বাবুল বাতেনকে হাজির হতে নোটিশ দিয়েছে দুদক।

দুদক সূত্র জানায়, কক্সবাজারে চলমান প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে সিন্ডিকেটটি তৈরি হয়েছে। সিন্ডিকেটটি জমির মালিকদের নাম দিয়ে বিভিন্ন কৌশলে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি নজরে আসার পর দুদক আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানে নামে।

অনুসন্ধানের শুরুতেই দুদক ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে চলতি বছরের গত ১৮ ফেব্রুয়ারি মোহাম্মদ ওয়াসিম নামের ভূমি অধিগ্রহণ শাখার এক সার্ভেয়ারকে নগদ প্রায় কোটি টাকাসহ আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে ২২ জুলাই মো. সেলিম উল্লাহ, ৩ আগস্ট মোহাম্মদ কামরুদ্দিন ও সালাহ উদ্দিন নামের তিন দালালকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে কয়েক কোটি টাকার চেক ও ভূমি অধিগ্রহণের গুরুত্বপূর্ণ মূল নথি উদ্ধার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এসব কর্মকর্তাদের তলব করেছে দুদক।

উল্লেখ্য, এর আগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর মেয়র, জনপ্রতিনিধিসহ আরও ডজনখানেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এ সময় অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সায়ীদ আলমগীর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।