এক বোয়াল বিক্রি হলো ২২ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দের অন্তারমোড় এলাকার পদ্মা নদীতে মোহাম্মদ শেখ নামে এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের বাবু সরদারের আড়তে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৮৫০ টাকা কেজি দরে ২২ হাজার ২শ টাকায় মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনগণ।
দৌলতদিয়া ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মো. চান্দু মোল্লা জানান, সকালে জেলে মোহাম্মদ শেখ ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ঘাটের বাবু সরদারের আড়তে বিক্রি করতে আনেন। এ সময় তিনি একটু লাভের আশায় মাছটি ১৮৫০ টাকা কেজি দরে ২২ হাজার ২শ টাকায় কিনে নেন।
তিনি বলেন, ২ হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন তিনি। আশা করছেন বিকেলের মধ্যে মাছটি বিক্রি হয়ে যাবে। এছাড়া তিনি আজ কাতলসহ আরও কয়েকটি বড় মাছ বিক্রির জন্য কিনেছেন।
রুবেলুর রহমান/এফএ/পিআর