শত্রুতার বলি ৩ লাখ টাকার টমেটো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১২ নভেম্বর ২০২০

বাগেরহাটের মোল্লাহাটে এক কৃষকের পাঁচ বিঘা জমির টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বত্তরা।

বুধবার (১১ নভেম্বর) রাতে গাছগুলো কেটে ফেলা হয়। উপড়ে ফেলে এবং কেটে ফেলে। এসব গাছে ছোট বড় বিভিন্ন সাইজের টমেটা ঝুলছিল। পূর্ব শত্রুতার জেরে টমেটো ক্ষেতের ক্ষতি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত সরসপুর গ্রামের কৃষক তুষার বিশ্বাস বলেন, অধিক লাভের আশায় বাড়ির পাশে ঘেরের পাড়ে আড়াই হাজার টমেটো গাছ লাগায়। পরিচর্যা শেষে প্রতিটি গাছে বিভিন্ন সাইজের টমেটো ঝুলছিল। কয়েক দিনের মধ্যে টমেটো বিক্রি করা যেত। বাড়ির পাশে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন জায়গা নিয়ে তার বিরোধ চলছিল। তারাই পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে টমেটো গাছ কেটে ফেলেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর বলেন, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।