‘পরিচ্ছন্ন-মেধাবীদের ঠিকানা হবে কক্সবাজার ছাত্রলীগ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৭ নভেম্বর ২০২০

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেছেন, ‘কক্সবাজার জেলা ছাত্রলীগে কোনো গ্রুপিং নেই, সামনেও থাকবে না। তেমনি অছাত্র ও মাদকের সংশ্লিষ্ট কেউ ছাত্রলীগের নেতা হবে না এখানে। মেধাবীদের কাজে লাগিয়ে জেলা ছাত্রলীগের একমাত্র উদ্দেশ্য ছাত্র সমাজের কল্যাণের পাশাপাশি মানুষের জন্য কাজ করা। আমাদের লক্ষ্য দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেয়া।’

সোমবার (১৬ নভেম্বর) রাতে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির কার্যালয় পরিদর্শনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা।

সভাপতি-সম্পাদক একে অপরের পরিপূরক দাবি করে তারা বলেন, ‘আমরা দু'জন ভিন্ন মায়ের গর্ভে জন্ম নিলেও রাজনৈতিক ময়দানে একই আত্না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাঝে সভাপতি-সম্পাদক বলে কোনো গ্রুপিং থাকবে না। আমরা ছাত্র সমাজের ও দেশের কল্যাণে একীভূত হয়ে কাজ করব। সেজন্য জেলার প্রত্যেক ইউনিয়ন-ওয়ার্ডসহ সকল কমিটিতে আপোষহীন ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে আনা হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক আরও বলেন, ‘আমরাও মানুষ। আমাদের যদি ভুল হয় আপনারা সেই ভুল ধরিয়ে দেবেন। আমরা চেষ্টা করব নিজেদের সংশোধন করে দেশের জন্য কাজ করব।’

এর আগে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর বলেন, ‘অতীতে আমরা দেখেছি অনেকে কমিটি নিয়ে বাণিজ্য করেছে, অছাত্র ও মাদকের সাথে জড়িত অনেকেই নেতা হয়েছে। আমরা দুজন ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে সাদ্দাম-মারুফ পরিষদ থেকে আশা করব, অতীতের সেই অনৈতিকতার ধারা পরিবর্তিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা-শান্তি-প্রগতির সুসংগঠিত ছাত্রলীগ হবে কক্সবাজারে।’

এ সময় কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সহসভাপতি জাবেদ আবেদীন শাহীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ রুবেল, আবদুল্লাহ নয়ন, মোহাম্মদ শফিক, জসীম উদ্দীন, আমিনুল ইসলাম, নাজিম উদ্দীন, কাজী তামজিদ পাশা, তাহজীবুল আনাম ট্রপি, ওমর ফারুক জয়, নাঈমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।