টঙ্গীতে তুলার গুদাম পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৮ নভেম্বর ২০২০
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১৭ নভেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার শহিদুল ইসলামের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৬ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে ওই গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা যাবে বলে জানান স্টেশন অফিসার ইকবাল হাসান।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।