এক কাতল মাছের দাম ২০ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৫ নভেম্বর ২০২০

দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা সাড়ে ১৯ হাজার টাকায় মাছটি কিনে ২০ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ভোরে আনিস কাজীর জালে ধরা পড়ে কাতল মাছটি। পরে দুলাল চালাকের আড়তে মাছটি আনলে তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে সাড়ে ১৯ হাজার টাকায় কিনে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২০ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এখন প্রায়ই নদীতে এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে।

রুবেলুর রহমান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।