ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১২:০০ পিএম, ২৮ নভেম্বর ২০২০
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-ভৈরব রেলওয়ের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকিরবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই শাহ আলম জানান, রাতের কোনো এক সময় ভৈরবগামী কোনো ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার দেহ কয়েকটি টুকরো হয়ে গেছে। নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে নরসিংদীর মর্গে পাঠানো হয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।