টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার (৩০ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভরান এলাকার সান্দারটট্টি থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- টঙ্গীর গোপালপুরের বেলায়েত হোসেনের ছেলে মো. তুহিন মিয়া (২৬), মরকুন মধ্যপাড়ার রফিক উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (২০), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়ার আব্দুস সালামের ছেলে নয়ন মিয়া (২১), বরিশালের আগৈলঝাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে মো. খোকন (৩৫), জামালপুরের মেলান্দ উপজেলার সভারচরের আলমগীর হোসেনের ছেলে মো. আকাশ (১৯), বরিশালের মুলাদী উপজেলার মৃত কাশেমের ছেলে মো. রাকিব (১৮) এবং ফরিদপুর সদরের টেপাখোলার মৃত ওয়াহাব মোল্লার ছেলে মো. নাদিম উদ্দিন (২৫)।
আটককৃতদের কাছ থেকে পাঁচটি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের ছুরি এবং দুইটি ফোল্ডিং সুইচ গিয়ার ছুরি জব্দ করা হয়।
গাজীপুরের উপপুলিশ কমিশনার জাকির হাসান জানান, গোপন সংবাদের ভোর সাড়ে ৪টায় এস আই নাজমুল হোসেন ও এ এস আই রুবেলের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) মো. শাহ আলম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে টঙ্গীতে বিভিন্ন অপকর্ম করছিল। তাদের প্রত্যেকের নামেই টঙ্গীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
আমিনুল ইসলাম/এসএমএম/এমকেএইচ