দুই শতাধিক মা পেলেন চিকিৎসাসেবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:২০ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় দুই শতাধিক মায়ের চিকিৎসাসেবা প্রদান ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।

২০১৯-২০ অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বুধবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. এসএম ফারহান তানভীর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন।

বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরীন শারমিন খান, তথ্যসেবা কর্মকর্তা সানজিদা আফরিন প্রমুখ।
হেলথ ক্যাম্প পরিচালনা করেন ডা. এস এম ফারহান তানভীর ও ডা. শাবরিনা সুলতানা স্নিগ্ধা।

বি কে সিকদার সজল/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।