পাটগ্রামে তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় মিলছে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:০৩ এএম, ০৩ ডিসেম্বর ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এন্তাজনগর মোমিনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে অজ্ঞাতনামা ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। এরপর স্থানীয় লোকজনের মাধ্যমে মরদেহ শনাক্তের চেষ্টা চালায় পুলিশ।

বিকেলে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা ও রংপুর সিআইডি ক্রাইম পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, অজ্ঞাতনামা ওই তরুণীর পরিচয় শনাক্তের কাজ চলছে।

বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্ত জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

রবিউল হাসান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।