গোয়ালন্দ উপজেলায় চেয়ারম্যান নৌকার মোস্তফা মুন্সি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১১ ডিসেম্বর ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তফা মুন্সি জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আরিফুজ্জামান।

মো. মোস্তফা মুন্সি (নৌকা) প্রতীক নিয়ে ২৩ হাজার ৩৬০ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী মো. আরিফুজ্জামান (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৬০৬ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান ফলাফল ঘোষণা করেন।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলে বিকাল পাঁচটা পর্যন্ত।

এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা নিয়োজিত ছিলো এবং টহলে ছিলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, পুলিশ ও বিজিবি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।

রুবেলুর রহমান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।