বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে বিজিবির শ্রদ্ধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধ গার্ড অব অনার প্রদান করেন যশোর ব্যাটালিয়ন ৪৯’বিজিবি পরিচালক লে. কর্নেল সেলিম রেজা, পিএসসি।

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় গার্ড অব অনার প্রদান করা হয়।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নাতী এস এম মিরাজুল ইসলাম সাইমুন, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি মেজর তৌফিক এলাহিসহ স্থানীয়রা।

এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শাড়াতলা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হকসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

জামাল হোসেন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।