করোনায় বরিশাল মহানগর আ. লীগ সভাপতির মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের মা রাবেয়া বেগম।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

রাবেয়া বেগম নগরীর নিউ ভাটিখানা এলাকার প্রয়াত আব্দুল আজীজ আকনের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, ‘মঙ্গলবার হাসপাতালের করোনা ইউনিটে রাবেয়া বেগমকে ভর্তি করা হয়। হাসপাতালে আসার আগেই তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তখন তার রিপোর্ট পজিটিভ এসেছিল। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। শুক্রবার ভোর থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সেই সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সকাল ৮ টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।’

রাবেয়া বেগমের ছেলে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে তার মা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে হঠাৎ করে জ্বর ও কাশিতে আক্রান্ত হন তিনি। এরপর করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষা করানো হয়। ১৬ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিন আসরের নামাজের পর নগরীর আমানতগঞ্জ ঈদগাহ মাঠে জানাজার পর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শোক প্রকাশ করেছেন।

সাইফ আমীন/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।