২৫ কেজি ওজনের বোয়ালের দাম ৭৫ হাজার
এবার রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাছটি ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ৭৫ হাজার টাকায় বিক্রি করেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ।
সম্রাট জানান, আজ ভোরে পদ্মা ও যমুনার মোহনা থেকে স্থানীয় কালী হলদারের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল। তিনি সেটি আড়ত থেকে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৮ হাজার ৭৫০ টাকায় কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার টাকা কেজি দরে ৭৫ হাজার টাকায় বিক্রি করেন ।
নদীতে পানি কমার কারণে বড় বড় মাছ ধরা পড়ছে বলেও জানান তিনি।
রুবেলুর রহমান/এসজে/এমএস