২ কাতলের ওজন ১ মণ, দাম ৬৩ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

নদীর পানি কমার সঙ্গে সঙ্গে পদ্মা ও যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। এতে খুশি জেলেরা।

এবার রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক দুই জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতল মাছ। মাছ দুটির ওজন প্রায় ৪০ কেজি অর্থাৎ এক মণ। মাছ দুটি বিক্রি হয়েছে ৬২ হাজার ৯০০ টাকায়।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাছ দুটি ঢাকার দুই ব্যবসায়ী কাছে ৬২ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ও মো. চান্দু মোল্লা।

এর আগে সকালে ঘাটের আড়ত থেকে মাছ দুটি কিনে নেন দুই ব্যবসায়ী। পড়ে তারা লাভে বিক্রি করে দেন।

jagonews24

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেললে ভোরে কৃষক হলদারের জালে ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া ঘাটের আড়তে মাছটি বিক্রি করতে আনলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪শ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় কিনে নেন। পরে ১৫শ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় বিক্রি করেন।

অপরদিকে বেলা ১১টার দিকে বিকাশ হলদারের জালে ধরা পড়ে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের আরেকটি কাতল। পড়ে সেটি আড়ত থেকে মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ১৫শ টাকা কেজি দরে ৩০ হাজার ৭৫০ টাকায় কিনে ঢাকার ব্যবসায়ীর কাছে ১৭শ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন।

এ সময় মাছ দুটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ও মো. চান্দু মোল্লা জানান, এখন প্রায়ই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। আজও দুইটি বড় কাতলসহ ৫-৬ কেজি ওজনের পাঙাশ, আইড় ধরা পড়েছে।

গতকালও ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে সেটি ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

রুবেলুর রহমান/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।