ছাদে খেলতে গিয়ে পড়ে শিশুর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় ছাদ থেকে পড়ে বাপ্পি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

এর আগে শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার দুইতলা ভবনের ছাদে খেলতে গিয়ে পড়ে গেলে শিশুটি গুরুতর আহত হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুল ইসলাম মজুর ভবনের ছাদের চারপাশে কোনো বেষ্টনী নেই। নিহত শিশুটি মজুর পাশের বাড়ির ভাড়াটিয়া রিপনের ছেলে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় অবগত করা হয়েছে।

এস কে শাওন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।