সাবেক ফুটবলার গাউস গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জে সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিদ্যুতের একটি মামলায় তিন বছরের সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম গাউস ফতুল্লা থানার মাসদাইর গাবতলী এলাকার মৃত আব্দুল খায়েরের ছেলে।

গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলায় ওয়ারেন্ট থাকায় গাউসকে গ্রেফতার করা হয়েছে। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। একটিতে আদালত তাকে তিন বছরের সাজা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।