এক কাতলেই ভাগ্য খুলে গেল জেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:২৫ এএম, ০১ জানুয়ারি ২০২১

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় আক্কাস মোল্লা নামের এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ২০ কেজি ৫শ গ্রাম ওজনের একটি কাতল মাছ।

নববর্ষের প্রথম দিনই শুক্রবার (১ জানুয়ারি) ভোরে মাছটি ওই জেলের জালে ধরা পড়ে।

সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের নাটু মোল্লার আড়তে বিক্রি করতে গেলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে তিনি ১৭শ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকায় মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনেন। পরে তারা আড়তের মাধ্যমে কিনে সামন্য লাভে ঢাকাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিক্রি করেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।