বছরের বিদায় দিনে রাজশাহীজুড়ে ৪০ জনের করোনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০১ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

বিদায়ী ২০২০ সালের শেষ দিনে রাজশাহী বিভাগজুড়ে ৪০ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ দিন করোনায় কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি। একই দিনই সুস্থ হয়েছেন ২৭ করোনা আক্রান্ত রোগী।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে।

সিরাজগঞ্জে নয়জন, পাবনায় ছয়জন, বগুড়ায় পাঁচজন, জয়পুরহাটে চারজন এবং নাটোরে দুইজনের করোনা ধরা পড়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। এর মধ্যে রাজশাহীর ছয়জন, বগুড়ার ১৬ জন এবং পাবনার পাঁচজন।

এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা ধরা পড়েছে ২৪ হাজার ৪৮০ জনের। এর মধ্যে মারা গেছেন ৩৬৬ জন। প্রাণঘাতী করোনা জয় করেছেন বিভাগে ২২ হাজার ১৮৫ জন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।