‘কোনো বিদ্রোহী আর নৌকায় চড়তে পারবেন না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০২ জানুয়ারি ২০২১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যারা আওয়ামী লীগ করবে দলের প্রতি তাদের আনুগত্য থাকতে হবে। কোনো বিদ্রোহী আর আওয়ামী লীগের নৌকায় চড়তে পারবেন না।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

jagonews24

বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তার মধ্যে নেত্রী যাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন তার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা দলের ও নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা দলের সদস্য পদ পাবে না।

এ সময় তিনি খাগড়াছড়িতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

jagonews24

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার উপস্থিত ছিলেন।

সভা শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করেন।

jagonews24

এ সময় তিনি পাহাড়ে শান্তি, সম্প্রীতি আর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার পক্ষে রায় দেয়ার আহ্বান জানান ভোটারদের।

মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।