ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফেরা হলো না প্রবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০২ জানুয়ারি ২০২১
প্রতীকী ছবি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় বাবুল বিশ্বাস (২৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাগ্নে সোহাগ বিশ্বাস।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা সদরের দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপির বিলজালিয়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে এবং আহত সোহাগ বিশ্বাস একই উপজেলার বিকয়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ বিশ্বাস জানান, তার মামা বিদেশ থেকে ছুটিতে বাড়িতে আসেন এবং কোমরের সমস্যা নিয়ে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে নিয়ে বাড়িতে ফিরছিলেন। রাজবাড়ী গোপিনাথদিয়া এলাকায় পৌঁছালে গোয়ালন্দগামী দুটি ট্রাক ওভারটেক করছিল। ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি সিল্প কেটে সড়কে ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাপায় তার মামা ঘটনাস্থলেই মারা যান। আর তিনি সড়কের পার্শ্ববর্তী খালে পড়ে যান।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, স্লিপ কেটে রাস্তায় মোটরসাইকেল পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় বাবুল বিশ্বাস নামের এক যুবক মারা গেছেন। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

রুবেলুর রহমান/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।