দৌলতদিয়ায় ঘরে ঝুলছিল গ্রামীণ ব্যাংক কর্মীর স্ত্রীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গ্রামীণ ব্যাংক দৌলতদিয়া ঘাট শাখার কর্মী হুমায়ূন কবির মিল্টনের স্ত্রী শিশির আক্তার কলির (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ায় তাদের ভাড়া বাসায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশির আক্তার কলি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং স্বামী মিল্টনের বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কলি ছাড়া আর কেউ ছিলেন না। আরেক ভাড়াটিয়া ঘরের চাবি নিতে তাকে অনেক ডাকাডাকি করেন। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে দেখা যায় কলি ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী মিল্টন জানান, বিকেলে ব্যক্তিগত কাজে রাজবাড়ীতে যান তিনি। সেখান থেকে বারবার ফোন দিলে ফোন না ধরায় দ্রুত বাসায় এসে দেখেন তার স্ত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু হয়েছে।

রুবেলুর রহমান/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।