শীতে উষ্ণতা পেল ৮ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৩ জানুয়ারি ২০২১

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের অর্থায়নে আট হাজার শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

jagonews24

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ, কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আলী, আবুল খায়ের স্বপন, জাহিদুজ্জামান চৌধুরী রাসেল প্রমুখ।

jagonews24

আয়োজকরা জানায়, প্রতিবছর লক্ষ্মীপুর পৌরসভার শীতার্ত মানুষের মাঝে মেয়র তাহেরের উদ্যোগে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় পৌরসভার ১৫টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ শীতে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের ধনাঢ্যদের প্রতি আহ্বান জানান বক্তারা।

কাজল কায়েস/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।