শিশুকে ধর্ষণের পর হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

রাজবাড়ীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সাঈদ। তিনি পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের বশারত হোসেনের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-আলাল, মহির ও রনি।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৫ মে পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের আট বছরের ওই শিশু বাড়ির পাশে একটি আমবাগানে আম কুড়াতে যায়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে মাটি চাপা দেয়া হয়। এর তিন দিন পর ২৮ মে কুকুরের টানাহেঁচড়া দেখে মরদেহ শনাক্ত করে পুলিশ। ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামি সাঈদকে ফাঁসি এবং আলাল, মহির ও রনি নামের অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।