গোয়েন্দা সদস্য পরিচয়দানকারী প্রতারক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুরে ডিজিএফআই গোয়েন্দা সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানা রাকিব (৩৬) মাগুরা জেলার সদর থানার বামনখালী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরাও ভোটারদের মন জয়ে ছুটছেন দ্বারে দ্বারে। এই সুযোগে প্রার্থীদের খোঁজ-খবর নিয়ে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করে নিজেকে ডিজিএফআই পরিচয় দিয়ে কৌশলে টাকা দাবি করতো। এমন খবরে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ডিজিএফআই সদস্য পরিচয়দানকারী প্রতারককে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিহাব খান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।